• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

সিরাজদিখানে চরম গরমে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি

  • ''
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০২৪

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

তীব্র গরমে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাঁধগঁধাগ্রস্ত হচ্ছে। জীবিকার তাগিদে প্রতিকূল পরিবেশ উপেক্ষা করেও তারা ঘর থেকে বাইরে বেরোচ্ছেন। বেড়ে চলা তীব্র তাপদাহ ও রোদে জনজীবন হাঁসফাঁস অবস্থা। মুন্সীগঞ্জ সিরাজদিখানে ও জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এতে মানুষ পরেছে চরম ভোগান্তি ও বিপাকে। বাতাসে গরম হাওয়া রোদের তাপ যেন চামড়া পুড়িয়ে দেয় এই গরম থেকে বাঁচার জন্য মাথায় ছাতা,কাঁধে গামছা নিয়ে প্রয়োজনে বের হচ্ছেন হাট বাজার,ক্ষেত খামার,ও বিভিন্ন কর্মস্থানে। মানুষ ও পশু পাখিদের পুকুর ডোবায় নেমে থাকতে দেখা যায়।

এদিকে হিট স্টোকের ভয়ে প্রয়োজন ছাড়া লোকজন বাড়ি থেকে বের হচ্ছে না। তাই রাস্তাঘাটে লোকজন চলাচলের উপস্থিতি নেই যানবাহন চলাচল তুলনামূলক খুবই কম । যার ফলে নিু আয়ের মানুষগুলো সংসার চালাতে হিমশিম খাচ্ছেন যেমন রিকশা চালাক,অটোচালক ও ভ্যানচালক ক্ষেতখামারে কাজ করা মানুষ।

সূর্যের প্রচন্ড তাপে নাজেহাল অবস্থায়ও জমিনে খেটে খাওয়া মহিলা শ্রমিকদের সাথে কথা হলে তারা জানান,এতো গরমে ঘরেও অশান্তি চছেলে মেয়েদের নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। স্বামী রিকশা চালায় এগে সারাদিন চালাতো একখন একবেলা চালিয়ে মরে যাওয়া অবস্থা হয়ে যায়। তাই আমিও মাঠে নেমেছি কাজ করে সংসার চালাতে।

এদিকে চলমান দাবদাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়া অফিস। চলমান তাপপ্রবাহ আরও কিছুদিন পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।এই অবস্থায় উপজেলার ঘরে ঘরে তীব্র গরমে বাড়ছে অসুস্থতা। তা থেকে সুস্থ থাকার পরামর্শ দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আঞ্জুমান আরা বলেন এতে অধিক পরিমাণ পানি,খাবার স্যালাইন,ডাবের পানি এবং তরল জাতীয় খাবার অধিক পরিমাণে খেতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads